মেয়েদের জন্য কোন ফেসওয়াশ সবচেয়ে ভালো - স্কিনের জন্য সাবান নাকি ফেসওয়াশ
মেয়েদের জন্য কোন ফেসওয়াশ সবচেয়ে ভালো এটা জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমরা মেয়েরা বর্তমান সময়ে স্কিন নিয়ে খুব দুশ্চিন্তায় থাকি কেননা মেয়েদের খুব বেশি স্কিন সমস্যা
পেজ সূচিপত্র
- মেয়েদের মুখের স্কিনের জন্য সাবান ভালো নাকি ফেসওয়াশ
- মেয়েদের তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াশ ভালো
- মেয়েদের ফর্সা হওয়ার জন্য কোন ফেসওয়াশ ভালো
- মেয়েদের জন্য গরমে কোন ফেসওয়াশ ভালো
- ব্রণের জন্য মেয়েদের কোন ফেসওয়াশ ভালো
- শুষ্ক ত্বকে মেয়েদের জন্য কোন ফেসওয়াশ ভালো
- মেয়েদের মেছতার জন্য কোন ফেসওয়াশ ভালো
- সর্বশেষ কথা
মেয়েদের মুখের স্কিনের জন্য সাবান ভালো নাকি ফেসওয়াশ
ফেসওয়াশ এবং সাবানের সাথে আমরা সকলেই পরিচিত।সকাল থেকে রাত পর্যন্ত আমাদের প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে এই সাবান এবং ফেসওয়াশ ব্যবহার হয়ে থাকে। সাবান ও ফেসওয়াশ এর মাধ্যমে আমরা আমাদের ত্বক পরিষ্কার করে থাকি।কিন্তু আমরা অনেকেই জানিনা আমাদের মুখে।ত্বকের জন্য ফেসওয়াশ ভালো নাকি সাবান।আমরা না জেনে অনেকেই বিভিন্ন সমস্যায় পড়ে থাকি। তাই সঠিক তথ্য জানতে এই আর্টিকেলটি মনোযোগ সহকারে
আরওপড়ুনঃ কিভাবে মাত্র এক সপ্তাহে চুল পড়া বন্ধ করবেন জেনে নিন
পড়লে বুঝতে পারবেন আমাদের ত্বকের জন্য সাবান ভালো নাকি ফেসওয়াশ ভালো।মানবদেহের অন্যান্য ত্বকের তুলনায় আমাদের মুখের ত্বকের চামড়া অত্যন্ত পাতলা। ফলে একটু ভুল কিছু ব্যবহার করলেই স্কিনে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়।তাই মুখের ত্বকের জন্য আমরা এক্সট্রা কেয়ার করে থাকি।মুখের স্কিনের জন্য সাবান উপযুক্ত নয় কেননা সাবানে থাকে ক্ষার।এই ক্ষার মুখের স্কিনের অনেক ক্ষতি করে। ফলে স্ক্রিনে ব্রণ দাগ ইত্যাদি
সমস্যার সম্মুখীন হতে হয়।অন্যদিকে ফেসওয়াশ তৈরিতে কোন প্রকার ক্ষার ব্যবহৃত হয় না।এবং ফেসওয়াশ এমন কিছু উপকরণ দেওয়া হয় যাতে স্কিনের সকল সমস্যার সমাধান পাওয়া যায়। তাই সাবান স্কিনের জন্য সঠিক না।ফেসওয়াশই কেবলমাত্র স্কিনের জন্য উপযুক্ত।যারা ত্বক নিয়ে সচেতনতাদের জন্য রয়েছে বিভিন্ন ভালো মানের ফেসওয়াশ।কেননা বর্তমান সময়ে বাজারে বের হয়েছে কম মানের ফেসওয়াশ যে ফেসওয়াশগুলো
ব্যবহারের ফলে আমাদের স্কিন ক্ষতিগ্রস্ত হয়।তাই আমাদের জেনে রাখা উচিত মেয়েদের জন্য কোন ফেসওয়াশ সবচেয়ে ভালো হবে।আমরা যদি সঠিক ফেসওয়াশআমাদের স্কিনের জন্য ব্যবহার করতে পারি আমাদের স্ক্রিনে কোন প্রকার ব্রণ দাগ ইত্যাদি সমস্যা দেখা দিবে না এইসব সমস্যা থেকে আমরা মুক্তি পাব।
মেয়েদের তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াশ ভালো
বর্তমান সময়ে মেয়েদের তৈলাক্ত ত্বকের জন্য বেশি ক্ষতিগ্রস্ত হয় স্কিন।তৈলাক্ত ত্বকের জন্য মুখে বেশি ব্রণ বের হয়।তবে আমরা যদি তৈলাক্ত ত্বকের জন্য উপযুক্ত ফেসওয়াশ ব্যবহার করতে পারি তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাবো।কেননা একটা ফেসওয়াশের দ্বারা সকল সমস্যার সমাধান করা সম্ভব না তাই নির্দিষ্ট সমস্যার জন্য নির্দিষ্ট ফেসওয়াশ অবশ্যই কার্যকরী।মেয়েদের তৈলাক্ত ত্বকের জন্য যে ফেসওয়াশ ভালো তা নিম্নে দেয়া হলোঃ
- ল্যাকমি প্লাস এন্ড গ্লো কিউই ক্রাশ জেল ফেসওয়াশ
- পিয়ার্স আল্ট্রা মাইল্ড ফেসওয়াশ ইন অয়েল ক্লিয়ার গ্লো
- সিম্পল ডেইলি স্কিন ডিটক্স পিউরিফায়িং ফেসিয়াল ফেসওয়াশ
- ডারমালজিকা ব্রেক আউট ক্লিয়ারিং ফোমিং ওয়াশ
- স্কিন ক্লিয়ারিফায়িং নিয়াসিনামাইড এন্ড জিংক পিসিএ ফেসওয়াশ
উপরোক্ত ফেসওয়াশগুলো ব্যবহার করলে মুখের তেলতেলে চিটচিটে ভাব অতি সহজেই দূর হয়ে যায় ফলে আপনার ত্বক থাকে পরিষ্কার ও চকচক।উপরোক্ত ফেসওয়াশগুলো ব্যবহার করার নিয়ম সকালে ঘুম থেকে উঠে ব্যবহার করবেন,গোসল করার পর ব্যবহার করবেন,এবং ঘুমাতে যাওয়ার আগে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ঘুমিয়ে পড়বেন।ফলে আপনার ত্বকে ব্রণ বের হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে আপনার ত্বক থাকবে সারাদিন তেলতেলে মুক্ত।
মেয়েদের ফর্সা হওয়ার জন্য কোন ফেসওয়াশ ভালো
বর্তমান সময়ে প্রত্যেকটা মেয়ে চাই তার স্কিন ফর্সা এবং উজ্জ্বল হোক।স্ক্রিন সবসময় গ্লো করবে এমন চাওয়া প্রত্যেকটা মেয়ের।তাই আমরা বিভিন্ন ধরনের ফেসওয়াশ ব্যবহার করে থাকি কিন্তু নির্দিষ্টভাবে না জানায় আমরা সঠিক ফেসওয়াশ ব্যবহার করতে পারি না।তাই যে সব মেয়েদের ফর্সা ও উজ্জ্বল ত্বকের
- ওয়াই সি হোয়াইটিং মিল্ক এক্সট্র্যাক্ট
- লোটাস হারবালস হোয়াইট গ্লো ফেসিয়াল ফোম
- পন্ডস হোয়াইট বিউটি স্পট লেজ ফেয়ারনেস ফেসওয়াশ
- ডাভ বিউটি ময়েশ্চারাইজার ফেসিয়াল ফোম
উপরোক্ত ফেসওয়াশ গুলোতে রয়েছে এমন কিছু উপাদান যা আপনার স্কিনকে ভেতর থেকে পরিষ্কার করে আপনাকে করে তুলবে লাবণ্যময় ফর্সা।উপরোক্ত ফেসওয়াশ গুলো নিয়মিত ব্যবহার করলে স্কিনে খুব ভালো ফলাফল পাবেন।এই ফেসওয়াশ গুলো ব্যবহারের ফলে আপনার স্কিনের কালো দাগ,রোদেপুরা কালো দাগ, স্কিনের কালচে ভাব দূর করে আপনার স্কিনকে করবে ব্রাইট। নিয়মিত ব্যবহারের ফলে মুখের উজ্জ্বলতা বাড়তে থাকবে।
নতুন করে স্কিনে কোন কালো দাগ পড়ার সুযোগ থাকবে না।এই ফেসওয়াশগুলো নিয়মিত ব্যবহারের ফলে আপনাকে করে তুলবে ভেতর থেকে ব্রাইট।
গরমে মেয়েদের জন্য কোন ফেসওয়াশ সবচেয়ে ভালো
গরমকালে আমাদের সকলেই স্কিন নিয়ে সমস্যায় থাকি। কেন নাই গরম কাল ছিনিয়ে নেই স্কিনের জেল্লা ত্বককে করে তোলে রুক্ষ সুক্ষ।অতিরিক্ত গরমের কারণে সৃষ্টি হয় ঘাম, ঘামের কারণে স্কিনে তৈরি হয় জীবাণু সেই জীবাণু থেকে ব্রণের সৃষ্টি হয় যার কারণে স্কিন দেখতে খারাপ লাগে।তাই আমরা যে কোন ফেসওয়াশ ব্যবহার করে গরমকালে স্কিন সমস্যার সমাধান পাই না। গরমে মেয়েদের জন্যে যে ফেসওয়াশ ভালো তা নিম্নে দেয়া হলোঃ
- লিভার আয়ুশ ন্যাচারাল আয়ুর্বেদিক অয়েল ক্লিয়ার অ্যালো ভেরা ফেসওয়াশ
- পন্ড'স পিওর হোয়াইট মিনারেল ক্লে অ্যান্টি পলিউশন পিওরিটি ফেসিয়াল ফোম
- ডার্মালজিকা ডেইলি মাইক্রোফোলিয়েন্ট
- ল্যাকমে ব্লাশ অ্যান্ড গ্লো লেমন ফ্রেশ ফেসওয়াশ
- সিম্পল ডেইলি স্কিন ডিটক্স পিউরিফায়িং ফেসিয়াল ওয়াশ
উপরোক্ত ফেসওয়াশ গুলো নিয়মিত ব্যবহার করলে গরমের তাপ থেকে বাঁচাতে পারবেন আপনার স্কিনকে।আপনার স্কিন থাকবে সতেজ ও চকচকে।গরমকালে স্কিন সমস্যার সমাধান উপরোক্ত ফেসওয়াশগুলো।
ব্রণের জন্য মেয়েদের জন্য কোন ফেসওয়াশ সবচেয়ে ভালো
মেয়েদের নির্দিষ্ট একটা বয়সের পর মুখের স্ক্রিনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়।স্কিনের এই সমস্যার মধ্যে অন্যতম হলো পিম্পল অর্থাৎ ব্রণ।স্কিনে ব্রণ দেখা দেয় টেনশন করলে আবার কখনো কখনো ত্বকের যত্ন না নিলেও ব্রণ দেখা দেয়।এছাড়াও নির্দিষ্ট একটা বয়সের পর প্রত্যেকটা ছেলে মেয়ের মুখেব্রণ দেখা যায়।বেশিরভাগ স্কিনে ব্রণ নিয়ে সমস্যা দেখা যায়।যা স্কিনকে বিকৃতি করে তোলে। অনেক সময় ভুল ফেসওয়াশ ব্যবহারের ফলেও স্কিনে ব্রণ দেখা যায়।
তাই ব্রণের জন্য মেয়েদের উচিত সঠিক ফেসওয়াশ নির্বাচন করা। ব্রণের জন্য মেয়েদের যে ফ্যাশন গুলো ভালো তা নিয়ে দেয়া হলোঃ
- ডার্মালজিকা ব্রেকআউট ক্লিয়ারিং ফোমিং ওয়াশ
- ল্যাকমে ব্লাশ অ্যান্ড গ্লো কিউয়ি ক্রাশ জেল ফেসওয়াশ
- সিম্পল ডেইলি স্কিন ডিটক্স পিউরিফায়িং ফেসিয়াল ওয়াশ
- পিয়ার্স আলট্রা মাইল্ড ফেসওয়াশ ইন অয়েল ক্লিয়ার গ্লো
উপরোক্ত ফেসওয়াশগুলো ব্যবহার করলে আপনি পাবেন ব্রণ মুক্ত স্কিন।এই ফেসওয়াশ গুলো ব্যবহার করার ফলে মাত্র কয়েক সপ্তাহে আপনার স্কিনকে ব্রণ এবং ব্রণের দাগ থেকে মুক্তি পাবেন।
শুষ্ক ত্বকে মেয়েদের জন্য কোন ফেসওয়াশ সবচেয়ে ভালো
মেয়েদের ত্বক যদি শুষ্ক হয় তাহলে ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়।এই শুষ্ক ত্বকে কোন কিছুই সহজে শুট করে না।এই শুষ্ক ত্বকের জন্য আমরা কি ব্যবহার করব কি করব না এমন বহু সমস্যার মুখোমুখি হতে হয়।ফলে আমরা কনফিউজ হয়ে যাই শুষ্ক ত্বকের জন্য কোন ফেসওয়াশ টি ব্যবহার
করব।তাই শুষ্ক ত্বকে মেয়েদের জন্য কোন ফেসওয়াশ টি ভালো এটা জেনে রাখা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।তাহলে আমরা শুষ্ক ত্বক থেকে কোমল ত্বক পাবো খুব সহজে। নিম্নে দেওয়া হলো মেয়েদের শুষ্ক ত্বকের জন্য কোন ফেসওয়াশ ভালোঃ
- LILAC Brightening Face Wash Dry and Sensitive Skin
- Rajkonna Glow Booster Facial Wash With Jojoba Beads
- Cerave Hydrating Cleanser For Normal To Dry Skin
- Cetaphil Gentle Foaming Cleanser
উপরোক্ত ফেসওয়াশ গুলো ব্যবহারের ফলে কোন প্রকার জ্বালাপোড়া হবে না।এগুলোতে রয়েছে হায়ালুরনিক অ্যাসিড যা ত্বককে হাইড্রেট করতে সাহায্য করে।এতে আছে অ্যালোভেরা যা স্কিনকে নমলতা ভাব দেয়। শুষ্ক স্কিনকে করে তোলে কোমলীয়।
মেছতার জন্য মেয়েদের জন্য কোন ফেসওয়াশ সবচেয়ে ভালো
মেয়েদের বয়স বাড়ার সাথে সাথে স্কিনে দেখা দেয় বিভিন্ন ধরনের সমস্যা সে সমস্যার অন্যতম হচ্ছে মেছতা।মেছতার দাগ স্কিনের ওপর প্রচুর বাজে প্রভাব ফেলে।ফলে মেছতার জন্য স্কিন দেখতে খুব বাজে লাগে। প্রায় সকল মেয়ে বয়স বাড়ার সাথে সাথে সমস্যায় ভুক্তভোগী হয়।যাদের বয়স ৩৫ প্লাসতাদের এই সমস্যায় বেশি পড়তে হয়।তবে মেছতা দাগ নিয়ে যারা চিন্তিত কোন ফেসওয়াশ ব্যবহার করলে এই সমস্যা থেকে মুক্তি পাব তাদের জন্য
রয়েছে বিশেষ ভালো মানের ফেসওয়াশ তা নিম্নে দেয়া হলোঃ
- ইভেসেল ন্যাচার নিম ফেসওয়াশ
- সিম্পল রিফ্রেসিং ফেসিয়াল ওয়াশ
উপরোক্ত ফেসওয়াশ গুলো মেছতার জন্য অনেক ভালো।এই ফেসওয়াশগুলো ব্যবহারের ফলে দীর্ঘদিনের মেছতার দাগ উঠে যাবে।নিয়মিত ব্যবহারের ফলে নতুন করে কোন মেছতার দাগ পড়ার সম্ভাবনা থাকে না।ভেতর থেকে আপনার স্কিনকে পরিষ্কার করে ফিরিয়ে দিবে আপনার লাবণ্যময় ত্বক।
সর্বশেষ কথা
প্রিয় ভিউয়ার্স উপরোক্ত কথা গুলো যদি আপনি মনোযোগ দিয়ে পড়ে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ত্বকের জন্য কোন ফেসওয়াশ টি সঠিক।উপরোক্ত আর্টিকেলটি উল্লেখ করা হয়েছে কোন ত্বকের জন্য কোন ফেসওয়াশ টি ভালো। কেননা সব ত্বকের জন্য যে কোন ফেসওয়াশ নির্বাচন
করা ঠিক না।কেননা যে ত্বকের জন্য যে ফেসওয়াশ গ্রহণযোগ্য একমাত্র সেই ফেসওয়াশই সেই ত্বকের সঠিক সমস্যার সমাধান দিতে পারে।উপরোক্ত আর্টিকেল থেকে বেছে নিন আপনার ত্বকের জন্য প্রয়োজনীয় ফেসওয়াশ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url