OrdinaryITPostAd

এয়ার কুলার কেনার আগে যে ১০ টি বিষয় জেনে রাখা জরুরি

  

এয়ার কুলার কেনার আগে কিছু বিষয় গুলো আমাদের জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ কেননা এই প্রচণ্ড গরমে আমরা অনেকেই অস্থির হয়ে যাচ্ছি। আমরা অনেকে গরমে অসুস্থ হয়ে পড়ি।

এয়ার কুলার কেনার আগে যে ১০ টি বিষয়


তাই আমরা যারা স্বল্প খরচে আমাদের রুম টা ঠাণ্ডা করতে চায় তাদের জন্য এয়ার কুলার একমাত্র উপায়। আর এই কুলার কেনার আগে তা সম্পর্কে ভাল করে না জানলে এয়ার কুলার ব্যবহার করতে পারবোনা। 

পেজ সুচিপত্রঃ এয়ার কুলার কেনার আগে আমাদের যে ১০টি বিষয় জেনে রাখা জরুরি 

এয়ার কুলার কেনার আগে কি কি দেখে কেনা উচিত 

এয়ার কুলার কিনতে যদি ইচ্ছুক হউন তাহলে অবশ্যই এয়ার কুলার কেনার আগে কয়েকটা বিষয় মাথায় রেখে কিনবেন। দেখে শুনে এয়ার কুলার কিনলে ব্যবহার করে আনন্দ পাবেন কোন ঝামেলায় পড়তে হবেনা। 

বিদ্যুতের খরচ ঃ এয়ার কুলার কেনার আগে কিছু বিষয়ের মধ্যে এই বিষয়টা দেখে কেনা খুব প্রয়োজন যে এয়ার কুলার চালালে কেমন বিদ্যুৎ খরচ হয়। কেননা সাধারণত আধুনিক কুলারগুলিতে ইনভার্টার টেকনোলজি যুক্ত করা থাকে। তাই বিদ্যুৎ না থাকলেও যেমন চলছিল ঠিক তেমনিই চলবে। 

কুলারের শব্দ হয় কিনা তা নিশ্চিত হনঃ কিছু কিছু কুলারের এত শব্দ হয় যে রুমে থাকতে সমস্যা হয়।  তাই এয়ার কুলার কেনার আগে এই বিষয়টি নিশ্চিত হন। কুলারের ফ্যানের স্পিড বেশি হলে ঘড়ঘড় শব্দ করে কোনও শব্দ হচ্ছে কিনা। 

ওয়াটার ট্যাঙ্কের ধারন ক্ষমতাঃ এয়ার কুলার কেনার আগে এই বিষয়টি লক্ষ্য রাখা উচিত ওয়াটার ট্যাঙ্কের ধারন ক্ষমতা কতটুকু। কুলারের মাপ অনুযায়ী ওয়াটার ট্যাঙ্কের ধারন ক্ষমতা হয়ে থাকে যেমন যদি কুলারের মাপ বড় হয় তাহলে কুলারের মধ্যে ওয়াটার ট্যাঙ্কের ক্ষমতা বেশি হয়। তবে সবসময়

রুমের মাপ অনুযায়ী এয়ার কুলার কিনলে বেশি উপকৃত হবেন। ছোট ঘরের জন্য ১৫ লিটার এবং মাঝারি ঘরের জন্য ২৫ লিটার এয়ার কুলার নির্বাচন করুন।

জলবায়ু অনুযায়ী কুলার কিনুনঃ জলবায়ু অনুযায়ী কুলার কিনলে পরিবেশ যদি রুক্ষ হয় তবে ডেজার্ট কুলার সবচেয়ে ভাল।আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হলে সেক্ষেত্রে  পার্সোনাল বা টাওয়ার কুলার অনেক কার্যকারী।

এয়ার কুলার কোথায় রাখলে হবেঃ এয়ার কুলার কেনার আগে নির্বাচন করুন এয়ার কুলার কোথায় রাখবেন ঘরে নাকি ঘরের বাইরে বা ছাদে। যদি ঘরের মধ্যে রাখতে চান এয়ার কুলার তবে পার্সোনাল বা টাওয়ার কুলার কিনুন। আর যদি ছাদে কিংবা ঘরের বাইরে রাখতে চান তাহলে ডেজার্ট কুলার কিনুন।

অটো ফিল ফাংশনঃ কুলার রিফিল করা একটি জটিল কাজ তাই অটো ফিল ফাংশন রয়েছে কিনা তা দেখাটা খুবই জরুরি। কুলার পরিচালনা ও পরিস্কার রাখার প্রক্রিয়া সহজ হলে ভাল কুলিং হয়। অটো ফিল ফাংশন এর জন্য মোটরের ক্ষতি হয় না। ফলে অনেকদিন যায় এয়ার কুলার। 

অতিরিক্ত আইস চেম্বার যোগ রয়েছে কি তা খেয়াল করাঃ কিছু কুলার নির্মাতারা কুলারগুলিতে একটি আলাদা আইস চেম্বার যোগ করে যেন দ্রুত ঠাণ্ডা হওয়ার জন্য। ট্যাঙ্কের পানি দ্রুত ঠাণ্ডা করার জন্য আপনি আইস কিউব যোগ করতে পারেন।

রিমোট কন্ট্রোল, মশা নিরোধক  ফিল্টার ইত্যাদি রয়েছে কি দেখে নেওয়াঃ বর্তমানে সব এয়ার কুলারের সঙ্গে রিমোট কন্ট্রোল, মশা নিরোধক ফিল্টার ডাস্ট ফিল্টারের মতো এক্সট্রা অপশনগুলো থাকে। আপনার বাজেটের মধ্যে রিমোট কন্ট্রোল, মশা নিরোধক  ফিল্টার যুক্ত এয়ার কুলার আছে কিনা তা খেয়াল করুন।

পার্সোনাল কুলার আর ডেজার্ট কুলারের মধ্যে পার্থক্যঃ এয়ার কুলার কেনার আগে ভালভাবে আপনার ঘরের আয়তনের দিকে খেয়াল করুন। বড় মাপের রুমের জন্য  ডেজার্ট কুলার বেষ্ট। ছোট ঘরের জন্য সেইমতো কুলার কিনুন। রুমের মাপ যদি ১৫০ স্কোয়ার ফিট থেকে ৩০০ স্কোয়ার ফিটের হয় তাহলে পার্সোনাল কুলার কিনলে রুম ভাল ঠাণ্ডা থাকবে। 

কুলিং প্যাডের গুনমান অবস্থা কেমন তা যাচায় করে কিনুনঃ এয়ার কুলারের জন্য বিভিন্ন কুলিং প্যাড পাওয়া যায়। সাধারনত উল কাঠ,হানিকম্ব প্যাডস, অ্যাস্পেন প্যাডস। এর মধ্যে সব চেয়ে হানিকম্ব প্যাডস ভাল কেননা এই প্যাডগুলো অনেক সময় ধরে রুম ঠাণ্ডা করে এবং রক্ষণাবেক্ষণের জন্য কম সময় খরচ হয়। যা উল কাঠ,অ্যাস্পেন প্যাডস করতে পারেনা।

এয়ার কুলার কিভাবে রুম ঠাণ্ডা করে 

আমরা সকলেই এয়ার কুলার নামটার সঙ্গে পরিচিত। এয়ার কুলারের ভিতরে একটি পানির ট্যাঙ্ক থাকে।যে ট্যাঙ্কের মধ্য ঠাণ্ডা পানি দিয়ে চালু করলে কুলারের পাখা ঘুরতে থাকবে।ঘুরতে ঘুরতে ট্যাঙ্কে দেওয়া পানি বাষ্পে পরিণত হবে।ফলে সম্পূর্ণ ঘরে ছড়িয়ে পড়বে ঠাণ্ডা বা শীতল বাতাস।এইভাবে ঘরকে গরম থেকে ঠাণ্ডা করে এয়ার কুলার। অনেক গরমেও গরম লাগেনা এয়ার কুলারের ঠাণ্ডা বাতাসের জন্য।

কোন কোন কোম্পানির এয়ার কুলার ভাল 

এয়ার কুলার কেনার আগে আপনার বাজেটের দিকে লক্ষ্য রাখতে হবে।কেননা বাজেট যত বেশি হবে এয়ার কুলার ততো ভাল কম্পানির পাওয়া যাবে। কিছু ভাল কম্পানির এয়ার কুলারের নাম নিম্নে দেওয়া হলোঃ

  • গ্রি এয়ার কুলার
  • ভিগো এয়ার কুলার
  • ওয়ালটন এয়ার কুলার
  • ভিশন এয়ার কুলার
  • নোভা
  • সিঙ্গার

ইন্ডিয়ান কিছু ভাল কম্পানির এয়ার কুলারের নাম নিম্নে দেওয়া হলোঃ

  • Bajaj এয়ার কুলার
  • Candes Elegant এয়ার কুলার
  • Casa  এয়ার কুলার
  • Candes এয়ার কুলার
  • Havells Tuono এয়ার কুলার

এয়ার কুলার ভাল নাকি এয়ার কন্ডিশনার ভাল

জৈষ্ঠ্যমাসের কয়েকদিন  কেটে গেলো কিন্তুু বঙ্গদেশে বিন্দু মাত্র বৃষ্টির ছিটে ফোঁটাও নেই। রীতিমতো সকাল থেকে যেন আগুন ঝরছে বাইরে তো বের হওয়ায় যায়না মনে হয় সূর্য মাথার উপরে, এই কঠিন তাপমাত্রায় বাইরে বের হওয়া নিষেধাজ্ঞা করেছে। ঘরেও টেকা যায়না পাখার বাতাস ও গরম ফলে এয়ার

এয়ার কুলার ভাল নাকি এয়ার কন্ডিশনার ভাল


কুলার আর এয়ার কন্ডিশনার (AC) এখন অপরিহার্য হয়ে উঠছে আগে বিলাসবহুল এর জন্য এগুলো ব্যবহার করা হলেও এখন তা নিত্য প্রয়োজন হয়ে উঠেছে। কিন্তুু এয়ার কুলার ভালো না এয়ার কন্ডিশনার (AC) ভালো কোনটা কেনা উচিত তা যেনে নেয়া যাক।

এয়ার কুলার VS এয়ার কন্ডিশনার: কোনটা বেশি ভালো এয়ার কুলার বেশি ভালো নাকি এয়ার কন্ডিশনার বেশি ভালো, এটা বলা বেশ কঠিন। কেননা উভয়েরই সুবিধা অসুবিধা আছে যেমন,এয়ার কুলারে ঠান্ডা টাটকা বাতাস পাওয়া যাবে,অন্য দিকে এসি রুমের বাতাসকেই ঠান্ডা করে  বারবার নিক্ষেপ করে আবার

এয়ারকুলারে মশা বংশবৃদ্ধি করার আশংকা থাকে তবে এসি তে ব্যাকটেরিয়া থেকে ডাস্ট ফিল্টার পাওয়া যায়,এয়ার কুলারে প্রতিদিন পানি দিতে হয়।এয়ার কুলার বা এবার কন্ডিশনারের দামের ক্ষেতে কমপক্ষে ৩ গুন পার্থক্য আছে। এয়ার কুলারের দাম মোটামুটি ৯-১০ হাজারের কাছাকাছি অন্যদিকে এয়ার

কন্ডিশনার বা এসির দাম শুরুই হয় ৩০ হাজার টাকা থেকে, এয়ার কুলার এর তুলনায় এয়ার কন্ডিশনার  কম বিদ্যুৎ খরচ করে কিন্তুু এই অতিষ্ঠ ভরা তাপমাত্রায় এয়ার কুলার স্বস্তি দিতে পারবে না এইদিকে এয়ার কন্ডিশনার বা এসি ঘরের বাতাসকে ঠান্ডা করে সেটাকে বার বার নিক্ষেপ করাই শ্বাসকষ্ট বা

হাঁপানি রোগিদের জন্য ভালো না তাদের জন্য এয়ার কুলার টাই বেস্ট।AC-র তুলনাই এয়ার কুলারের দাম অনেকটাই কম হওয়ায় আবার বাসায় জায়গায় কম হওয়ায় নরমালি অনেকেই এয়ার কুলার কেনার চিন্তাভাবনা করে কিন্তুু এয়ার কুলার কোনভাবেই এয়ার কন্ডিশনার/ এসির সাথে তুলনা করা যায় না।

এয়ার কুলার হচ্ছে আমরা নরমালি যে ফ্যান ইউস করি সেই ফ্যানের মধ্যে ন্যাচারাল যে বাতাস থাকে সেই বাতাসের মধ্যে জলীয়বাষ্প বা পানির মধ্যে বাতাস টা পাচ করা হয় এই কুলিং সিস্টেম টাই এয়ার কুলার। এয়ার কুলার ফ্যানের মতই লো মিডিয়াম হায় করা যায়  নরমালি এটা সিলিং ফ্যান এর মতই

হালকা ঠান্ডা বাতাস দেয়।এসির মতো কখনো এয়ার কুলার রুম ঠান্ডা করতে পারবে না বা তৃপ্তি পাবার জন্য যে ঠান্ডা টা প্রয়োজন সেটা পাবে না। এয়ার কুলার হয়তো দেড় থেকে দু ঘন্টা আরাম দিতে পারবে তবে বাইরে যে ওয়েদার এমন গরমে কুলার আপনার কাছে বিরক্ত লাগতে পারে। 

স্বাস্থ্যের জন্য এয়ার কুলার কেমন

আমরা সকলে চায় এই গরমে একটু শীতল থাকতে আর তাই আমরা ব্যবহার করে থাকি এয়ার কুলার বা এসি।কিন্তু আমরা কি এইটা জানি যে এয়ার কুলার বা এসি আমাদের জন্য কতটুকু স্বাস্থ্যসস্মত। প্রাকৃতিক পরিবেশ যখন ঠাণ্ডা থাকে সেইটা আমাদের  স্বাস্থ্যের জন্য ক্ষতি না করলেও এয়ার কুলার বা

এসির বাতাস আমাদের জন্য ক্ষতিকারক। এছাড়াও আমরা যখন এয়ার কুলার কিংবা এসি চালু করি তখন রুমের দরজা জানালা বন্ধ করে দেয় ফলে বাইরের আলো বাতাস রুমে প্রবেশ করতে পারেনা।আর আমাদের  স্বাস্থ্যের জন্য বাইরের আলো বাতাস কতটা প্রয়োজনীয় তা আমরা সবাই জানি। আবার পদার্থ

বিজ্ঞানের সূত্র অনুসারে ঠাণ্ডা উৎপন্ন করতে গিয়ে আমরা গরমও উৎপন্ন করে ফেলি, এয়ার কুলার বা এসি আমাদের রুমের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে গিয়ে বিপরীতে থাকা গরম তাপমাত্রাকে বাইরে ছেড়ে দেয় ফলে আমাদের পরিবেশের তাপমাত্রা বেড়ে যায়।গ্লোবাল ওয়ার্মিং এর মতো ভয়াবহ সমস্যার দিকে অগ্রসর হচ্ছি। এজন্য বিজ্ঞানীরা এয়ার কুলার বা এসি কম ব্যবহার করতে পরামর্শ দেয়।

এয়ার কুলারের সুবিধাসমূহ

  1. এয়ার কুলারের সুবিধার দিকগুলো নিম্নে দেওয়া হলোঃ 
  2. এয়ার কুলার গরম ঘরকে খুব অল্প সময়ে ঠাণ্ডা করে।
  3. এয়ার কুলার খুব স্বল্প খরচে পাওয়া যায়।
  4. এয়ার কুলার ওজন তুলনামূলক কম তাই এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজে নিয়ে যাওয়া যায়।
  5. এয়ার কুলার ঘরের মধ্যে কম জায়গা দখল করে।
  6. এয়ার কুলার কোনো রকম ইনস্টলেশনের ঝামেলা থাকে না।
  7. এয়ার কুলার ভাড়া দিয়ে আয়ের ব্যবস্থা করতে পারেন।

এয়ার কুলারের অসুবিধাসমূহ

এয়ার কুলার যেমন সুবিধা আছে ঠিক তেমন অসুবিধাও আছে। এয়ার কুলারের কিছু অসুবিধার দিক আছে। অসুবিধার দিকগুলো তুলে ধরা হলো নিম্নেঃ

  1. এয়ার কুলার এসির  মতো শক্তিশালী।
  2. এয়ার কুলার হাঁপানি রুগীদের জন্য ক্ষতিকর।
  3. এয়ার কুলার আর্দ্র অবস্থায় কাজ করতে সক্ষম হয়।
  4. এয়ার কুলার দুর্বল ভেন্টিলেশনে কাজ করতে পারেনা।
  5. এয়ার কুলার প্রতিদিন পানি বদলানোর ঝামেলা করতে হয়।

এয়ার কুলার কিভাবে ব্যবহার করে

আমরা সকলেই জানি যেকোনো জিনিস ব্যবহারের উপর নির্ভর করে টেকসই হয়। তাই চেষ্টা করবেন সঠিক নিয়ম জেনে এয়ার কুলার ব্যবহার করতে। আগে নির্বাচন করবেন এমন জায়গায় এয়ার কুলারটি রাখতে ঠাণ্ডা বাতাস ঘরের বাইরেও যেন বাকি ঘরগুলোতে ঠাণ্ডা বাতাস পৌছায়। ঘর বেশী ঠাণ্ডা করতে

এয়ার কুলার কিভাবে ব্যবহার করে


বরফ যোগ করুন ওয়াটার ট্যাঙ্কে। কুলিংপ্যাডগুলোতে ধুলাবালি বেশী পরে তাই নিয়মিত কুলিংপ্যাড পরিষ্কার করবেন ব্রাশের সাহায্যে নিয়ে। ওয়াটার ট্যাঙ্ক নিয়মিত পরিষ্কার করুন আর লক্ষ্য রাখুন কোথাও ফুটো বা ছিদ্র আছে কিনা সেইদিকে।

বর্তমানে এয়ার কুলারের বাংলাদেশ প্রাইজ কেমন

বাংলাদেশে প্রায় সব প্রাইজের এয়ার কুলার আছে। একেক কোম্পানির এয়ার কুলারের প্রাইজ একেক রকম। তবে বাংলাদেশে এয়ার কুলারের প্রাইজ ৫০০০ থেকে শুরু। তবে আমার মতে ভালো এয়ার কুলার নিতে হলে বাজেট ১০০০০ থেকে ২০০০০ টাকা হতে হবে। তাহলে অনেক ভাল এয়ার কুলার পাওয়া

যাবে। অনেকদিন ব্যবহার করতে পারবেন। নিচে কিছু এয়ার কুলারের দাম উল্লেখ করা হলোঃ

CompanyBangladesh Price
vision Evaporative slim Air cooler12000
Gree 40L Portable Air Cooler17990
Nova NV-920K Air Cooler13990
WEA-FROST Cool 30L14100
Singer desert50L Air cooler16000
Vigo Air cooler19900


কিস্তিতে এয়ার কুলার কেনার সুবিধা

আমরা অনেকেই আছি স্বাদ আছে কিন্তু সাধ্য নাই ব্যাপারটা এমন আসলে কথাটা এজন্য বলা বর্তমানে জিনিসপত্রের এত দাম যে এক্সট্রা কোন কিছু করা সম্ভবপর হয়ে পড়ে। তাই এতো গরমেও এয়ার কুলার কিনা সম্ভব হচ্ছেনা অনেক মধ্যবিত্ত পরিবারের জন্য। তাই আমাদের সুবিধার্থে অনেক কোম্পানি

এয়ারকুলার কিস্তিতে নেওয়ার সুবিধা রয়েছে। কিছু টাকা জমা দিলে বাকি টাকা প্রতিমাসে মাসে অল্প করে দিতে হয় ফলে টাকাটা শোধ হয়ে যায় আমাদের আর্থিক সমস্যায় পরতে হয়না।  

সর্বশেষ কথা

এয়ার কুলার কেনার আগে উপরোক্ত  ১০ টি বিষয় জেনে রাখা জরুরি। কেননা যেকোনো জিনিস সঠিকভাবে দেখে শুনে কিনলে কেউ ঠকাতে পারেনা। উপরের আর্টিকেলটি যদি আপনি মনোযোগ দিয়ে পড়ে থাকেন তাহলে আমি বলবো আপনি খুব সহজে ভাল এয়ার কুলার কিনতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url